বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম পুরুষ

ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষগণেশ বাসুদেব মাভালঙ্কার
প্রথম ভারতীয় লোকসভার ডেপুটি স্পিকারএম অনন্ত সাইয়াম
ভারতের প্রথম লোকসভার বিরোধী দলনেতারাম সুভাগ সিং
ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যানডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান
ভারতের প্রথম রাষ্ট্রপতির নামডঃ রাজেন্দ্র প্রসাদ
ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতিডঃ জাকির হোসেন
ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতিকে আর নারায়ন (10 তম)
ভারতের প্রথম উপরাষ্ট্রপতিডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ
ভারতের প্রথম প্রধানমন্ত্রীজহরলাল নেহেরু
ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রীসরদার বল্লভ ভাই প্যাটেল
ভারতে প্রথম শিখ প্রধানমন্ত্রী ছিলেনড. মনমোহন সিং
ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীসরদার বল্লভ ভাই প্যাটেল
ভারতের প্রথম আইনমন্ত্রীবি আর আম্বেদকর
স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রীআর. কে. সম্মুখম চেট্টি
স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীসর্দার বলদেব সিং
স্বাধীন ভারতের প্রথম কৃষি মন্ত্রীড:রাজেন্দ্র প্রসাদ
প্রথম ভারতীয় শিক্ষামন্ত্রীমৌলানা আব্দুল কালাম আজাদ
প্রথম ভারতীয় রেলমন্ত্রীজন মাথাই
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগমোরারজি দেশাই
কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা প্রথম মন্ত্রীশ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি তার কার্যকালের মধ্যে মৃত্যুবরণ করেনডঃ জাকির হোসেন
ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তার কার্যকালের মধ্যে মৃত্যুবরণ করেনসি এন আন্নাদুরাই
ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি সংসদের মুখোমুখি হননিচরন সিং
প্রথম অর্থমন্ত্রী হিসেবে পরপর তিন বছর বাজেট পেশ করেছেনমনমোহন সিং (1993.1994, 1995)
ভারতের প্রথম চিত্রাভিনেতা মুখ্যমন্ত্রীএম সি রামচন্দ্রণ ( তামিলনাড়ু, ১৯৭৭ )
ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারসুকুমার সেন
ভারতের প্রথম প্রধান স্থলবাহিনীর সেনাপতি/কমান্ডার ইন-চিফ অফ ইন্ডিয়াকে এম কারিয়াপ্পা
ভারতের প্রথম বিমান বাহিনীর প্রধানথমাস আলমহারেস্ট
ভারতের প্রথম নৌবাহিনীর প্রধানরাম দাস (আর.ডি) কোঠারি
ভারতীয় এয়ার চীফএয়ার মার্শাল সুব্রত ব্যানার্জি
সেনাবাহিনীর প্রধানজেনারেল এম. রাজেন্দ্র সিং
ভারতের প্রথম ফিল্ড মার্শালশ্যাম মানেকশ
ভারতের প্রথম নৌ বাহিনীর অধ্যক্ষমন্মথনাথ চৌধুরী
আই সি এস পাশ প্রথম ভারতীয়সত্যেন্দ্রনাথ ঠাকুর
প্রথম ভারতীয় আই.সি.এস পদত্যাগকারীসুভাষচন্দ্র বসু
ভারতের প্রথম পুরুষ গ্রাজুয়েটবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ভারতের প্রথম পুরুষ মেডিকেল গ্যাজুয়েটমধুসূদন গুপ্ত
ভারতের প্রথম আই এম এসসূর্যকুমার চক্রবর্তী
প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ারনীলমণি মিত্র
প্রথম ভারতীয় লন্ডন বিশ্ব বিদ্যালয়ে ডি. এস. সিজগদীশ চন্দ্র বসু (১৮৯৬ )
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য গুরুদাস বন্দ্যোপাধ্যায়
প্রথম ভারতীয় জাতীয় অধ্যাপকসি. ভি. রমণ
ভারতীয় হাইকমিশনার ও আই সি এস পরীক্ষার প্রথমঅতুল চন্দ্র চট্টোপাধ্যায়
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় অধ্যাপকডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ
রিজার্ভ ব্যাংকার প্রথম গভর্নরচিন্তামন দ্বারকানাথ দেশমুখ
আন্তর্জাতিক বিচারালয়ের প্রথম সভাপতিনাগেন্দ্রা সিং
প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদাদাভাই নৌরজি
বিশ্বব্যাংকের প্রধান ভারতীয় অধিকারিকগৌতম কাজী
প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান, চক্রবর্তী রাজাগোপালাচারী, সি ভি রমন (১৯৫৪ )
ভারতরত্ন পুরুস্কারে সম্মানিত প্রথম বিদেশী নাগরিকখান আব্দুল গাফ্ফর খান
ভারতে প্রথম ভারতরত্ন প্রাপক চলচিত্র পরিচালক ছিলেনসত্যজিৎ রায়
প্রথম পদ্মবিভূষণ পুরস্কার পাননন্দলাল বসু, জাকির হোসেন, সত্যেন্দ্রনাথ বসু, বালাসাহেব গঙ্গাধর খের, ভি কে কৃষ্ণ মেনন, জিগমি দর্জি ওয়াংচুক(১৯৫৪ )
ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয়আচার্য বিনােবা ভাবে (১৯৫৮ )
প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকজি শংকর কুরুপ
ভারতের প্রথম স্ট্যালিন/লেনিন পুরুস্কার বিজয়ীসাইফুদ্দিন কিচলু
ভারতের প্রথম পরামবীর চক্র পুরস্কার বিজয়ীমেজর সোমনাথ শর্মা
রাজীব গান্ধী খেলরত্ব প্রথম পুরস্কার পানবিশ্বনাথন আনন্দ
গ্রামি অ্যাওয়ার্ড পানপণ্ডিত বিশ্বমোহন ভাট (1993)
পদ্মশ্রী সম্মানে ভূষিত ফুটবল খেলোয়াড়গোষ্ঠ পাল
দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক বি এন সরকার
প্রথম ভারতীয় অস্কারজয়ী ( পুরুষ )সত্যজিৎ রায় (১৯৯২ )
প্রথম অস্কার পুরস্কার প্রাপক ভারতীয় (লাইফটাইম অ্যাচিভমেন্ট) ও ভারতরত্ন প্রাপক চলচ্চিত্র পরিচালকসত্যজিৎ রায়
ভারতের প্রথম অস্কার মনোনীত বিদেশি ভাষায় ছবির পরিচালকমেহেবুব খান (1957, মাদার ইন্ডিয়া চলচ্চিত্রের জন্য)
ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপক সুরকারএ আর রহমান (2009, স্লামডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রের জন্য)
ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপক সাউন্ড ইঞ্জিনিয়াররাসুল পুকুট্টি (2009, স্লামডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রের জন্য)
ভারতের প্রথম নোবেল পুরস্কার জয়ীরবীন্দ্রনাথ ঠাকুর
ভারতীয় বংশোদ্ভূত নোবেল শান্তি পুরস্কার প্রাপককৈলাস সত্যার্থী
পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার পাওয়া প্রথম ভারতীয়CVRaman
মেডিসিনে নোবেল পুরষ্কার প্রাপ্ত ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তিহরগোবিন্দ খোরানা
অর্থনীতিতে নোবেল প্রাপকঅমর্ত্য সেন
ভারতের প্রথম নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী ছিলেনডঃ সি ভি রমন
ভারতের প্রথম অলিম্পিক ব্রোঞ্জ পদকজয়ীকে ডি যাদব (1952 কুস্তি)
ভারতের প্রথম অলিম্পিক রুপো পদকজয়ীরাজ্যবর্ধন সিং রাঠোর (2004 ডাবল ট্র্যাপ শুটিং)
ভারতের প্রথম অলিম্পিক সোনা পদকজয়ীঅভিনব বিন্দ্রা (2008 সালে 10 মিটার এয়ার রাইফেল শুটিং )